ব্লগস্পট ব্লগে সর্বোচ্ছ কি কি করতে পারবেন আসুন এক নজরে দেখে নেই…

কতগুলো ব্লগ খুলতে পারবেনঃ  আপনি একটি একাউন্ট দিয়ে ১০০টি ব্লগ খুলতে পারবেন।
কতগুলো পোষ্ট করতে পারবেনঃ আনলিমিটেড পোষ্ট করতে পারবেন। এখানে কোন লিমিট নেই। আপনি যদি কোন পোষ্ট ডিলিট না করেন তাহলে সবগুলো পোষ্টই আপনার ব্লগে সংরক্ষিত হবে।
কতগুলো পেইজ বানাতে পারবেনঃ আনলিমিটেড পেইজ।
কতগুলো কমেন্ট হবেঃ আনলিমিটেড কমেন্ট। তবে আপনি যদি কোন কমেন্ট হাইড করে রাখেন তবে সেগুলো আপনার একাউন্টে সংরক্ষিত থাকবে।

কি পরিমান ছবি আপলোড করতে পারবেনঃ সর্বোচ্ছ ১ জিবি জায়গা পরিমান ছবি আপলোড করতে পারবেন । আর এই ছবি গুলো Google Picasa Web  এ আপলোড হয়। আপনি যদি আপনার গুগল প্লাস একাউন্টে upgrade করেন তাহলে আপনার ব্লগের ছবি গুলো Google+ Photo তে স্টোর করতে পারবেন সর্বোচ্ছ ১৫জিবি পর্যন্ত। আর এই ১৫জিবি লোড হয়ে গেলে আপনাকে জায়গা কিনতে হবে। সমস্যা নেই নামে মাত্র দামে স্টোরেজ কিনতে পারবেন। ১০০ জিবি মাত্র $1.99 প্রতিমাসে। কি বেশী হয়ে গেলো??
ছবির সাইজঃ আপনি যদি পিসি দিয়ে পোষ্ট আপডেট করেন তাহলে কোন লিমিট নেই। আর যদি মোবাইল দিয়ে পোষ্ট আপডেট করেন তাহলে  ছবির সাইজ হতে হবে 250K।
কতজন লেখক এড করতে পারবেনঃ প্রতি ব্লগে ১০০জন করে লেখক (Author) এড করতে পারবেন।
কতটি লেভেল বানাতে পারবেনঃ আপনি সর্বোচ্ছ ২ হাজারটি লেভেল বা বিভাগ বানাতে পারবেন এবং প্রতি পোষ্টে সর্বোচ্ছ ২০টি লেভেল যোগ করতে পারবেন।
ব্লগের বিবরণঃ আপনি সর্বোচ্ছ ৫০০ অক্ষরে ব্লগের বিবরণ দিতে পারবেন।
"About Me" প্রোফাইল বিবরনঃ সর্বোচ্ছ ১,২০০ অক্ষরে দিতে পারবেন।
এখন নিশ্চই বুঝতে পারছেন যে ওদের লাভটা কোন জায়গায়!! হে, অতিরিক্ত স্টোরেজ এর যখন প্রয়োজন হবে তখনই আপনাকে অতিরিক্ত স্টোরেজ কিনতে হবে।
তবে আমি মনে করে আমাদের জন্য ১৬জিবিই (1GB+15GB) যথেষ্ট। আমরা যারা ব্লগস্পট সাইট চালাই তাদের এর চেয়ে বেশী ব্লগ খুলার ৩-৪ বছরের ভিতরে লাগবে বলে আমি মনে করি না। আর ৩-৪ বছর পর না হল অতিরিক্ত স্টোরেজ নিলাম সমস্যা কোথায়? প্রতি মাসে ১০০ জিবি স্টোরেজ পাচ্ছি মাত্র $1.99  ডলারে যা বাংলাদেশী টাকায় প্রায় ১৫৫ টাকা। আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন।

আপনার ব্লগে রিসেন্ট পোষ্ট উইডগেট যোগ করুন


<span data-type="recent" data-no="5"></span>

লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল

লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল এর জন্য যা যা লাগবে
লোকাল সার্ভার অর্থাৎ xamp বা wamp
ওয়ার্ডপ্রেস
নিম্নোক্ত লিংক থেকে ডাউনলোড করে নিন
লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হলে  প্রথমে আমাদেরকে ওয়ার্ডপ্রেসের জিপ ফাইলটি ডাউনলোড করতে হবে  উপরোক্ত লিংক থেকে ডাউনলোড করে নিন তারপর আমাদের লোকাল সার্ভার অর্থাৎ xamp বা wamp লাগবে উপরোক্ত লিংক থেকে ডাউনলোড করে নিন  ডাউনলোড সম্পন্ন হলে লোকাল সার্ভার টি আপনার কম্পিউটারে ইনস্টল করুন আপনি যে কোন একটি  ইউজ করতে পারেন  আমি দুটো পদ্ধতিই দেখাব


লোকাল সার্ভার টি ইনস্টল শেষে ওপেন করুন  এখান থেকে এপাচি এবং মাইএসকিউএল স্টার্ট করুন


এবার আপনি আপনার ব্রাউজার ওপেন করে এড্রেসবারে localhost টাইপ করে এন্টার চাপুন তারপর আপনার সামনে একটি পেজ আসবে এই পেজে বিভিন্ন ভাষা দেয়া রয়েছে আপনি  ইংলিশ এ ক্লিক করুন তারপর নিম্নের মত পেজ আসবে

এবার আপনি আপনার ডাউনলোড করা ওয়ার্ডপ্রেসের জিপ ফাইলটি আনজিপ করে কপি করে xamp এর htdocs ফোল্ডারে  বা wamp এর www directory তে পেস্ট করতে হবে  জিপ ফাইলটি আনজিপ করার জন্য 7zip বা Winzip সফটওয়্যার ইউজ করতে পারেনএবার আপনাকে যা করতে হবে তা হচ্ছে ওয়ার্ডপ্রেসের জিপ ফাইলটি আনজিপ করে কপি করুন তারপর xamp এর control panel থেকে explore এ ক্লিক করলে যে উইন্ডোটি আসবে সেখান থেকে htdocs ফোল্ডারটি  ওপেন করে পেস্ট করুন 

আনজিপ ওয়ার্ডপ্রেস ফাইলটি কপি করলাম

কন্ট্রোল প্যানেল থেকে explore open করার জন্য ক্লিক করলাম

নতুন একটি উইন্ডো আসবে  এখান থেকে htdocs ফোল্ডারটি ওপেন করব

htdocs ফোল্ডারটি ওপেন করে আনজিপ ওয়ার্ডপ্রেস ফাইলটি পেস্ট করলাম



 তারপর রিনেম করুন  উদাহরণ সরুপ আমি রিনেম করে riyad দিলাম

wamp এর হ্মেত্রে www directory তে পেস্ট করতে হবে
এবার ব্রাউজার ওপেন করে এড্রেসবারে localhost/phpmyadmin টাইপ করে এন্টার চাপুন তারপর নিম্নের মত পেজ দেখতে পাবেন এই পেজের মাধ্যমে আপনাকে ডাটাবেস তৈরি করতে হবে আপনি যে নামে আপনার ওয়ার্ডপ্রেস ফাইলটি   রিনেম করেছেন সেই নামে একটি ডাটাবেস তৈরি করুন আমি এখানে riyad নামে ডাটাবেস তৈরি করেছি

এবার create বাটনে ক্লিক করলে ডাটাবেসটি  তৈরি হয়েছে  নিম্নের মত পেজ আসবে

database riyad has been created এই বার্তাটি দেখাবে
এবার আপনি ব্রাউজারে অন্য একটি ট্যাব খুলে localhost/riyad লিখে এন্টার চাপুন এখানে আপনি যে নামে ওয়ার্ডপ্রেস ফাইলটি রিনেম করেছেন সেই ফাইলের নাম locakhost/ এর পরে দিবেন অর্থাৎ স্ল্যাশ এর পরে রিনেমকৃত ফাইলটির  নাম  দিন
যাহোক localhost/riyad লিখে  এন্টার বাটন চাপলে নিম্নের মত পেজ আসবে

চিহ্নিত স্থানে  ক্লিক করতে হবে তারপর নিম্নোক্ত পেজ আসবে

এখানে চিহ্নিত স্থানে ক্লিক করে পরবর্তী পেজে যেতে হবে

এখানে আপনি যে নামে ডাটাবেস তৈরি করেছেন Database Name এ সেই নামটি দেবেন User Name : root  দিবেন
password ফাকা  রাখবেন  Database Host যা আছে তাই থাকবে Table prefix ইচ্ছা করলে পরিবর্তন করতে পারেন এবার সাবমিট বাটনে ক্লিক করুন তাহলে নিম্নের মত পেজ আসবে

Run and install বাটনে ক্লিক করে পরবর্তী পেজে যান


এখানে Site title এ যে কোন টাইটেল দিতে পারেন  তবে মনে রাখবেন এটাই হবে আপনার url  অর্থাৎ এর মাধ্যমে আপনি আপনার লোকাল সার্ভারে তৈরিকৃত পেজটি দেখতে পাবেন user name : admin দেয়া থাকে ইচ্ছা করলে পরিবর্তন করতে পারেন  তারপর পাসওয়ার্ড দিন , ইমেল দিন এবার ইনস্টল ওযার্ডপ্রেস বাটনে ক্লিক করে পরবর্তী পেজে যান

এই পেজে আপনার ওয়ার্ডপ্রেস সাকসেস হয়েছে বার্তা দিবে  এবার লগইন বাটনে ক্লিক করলে এডমিনিসট্রেটর লগিন পেজ আসবে

এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন

এবার আপনি আপনার ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ড দেখতে পাবেন

পরবর্তীতে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের কাজ করতে চাইলে ব্রাউজারে localhost/ এখানে আপনার সাইট টাইটেল দিবেন/wp-admin লিখে এন্টার চাপুন এবং লগইন করে ড্যাসবোর্ডে যাবেন,   এবং ওয়ার্ডপ্রেস ডিজাইনিং করবেন
আজ এ পর্যন্ত পরবর্তীতে ওয়র্ডিপ্রেসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে ধন্যবাদ
- See more at: http://techtutorialbd.blogspot.com/2012/10/blog-post_1416.html#more

জেনে নিন গুগলের সর্বাধিক বেতনের পদগুলো !!!

টেক জায়ান্ট গুগল প্রকৌশলীদের সবচেয়ে পছন্দ করে। আর তাই এটা অস্বাভাবিক নয় যে, সফটওয়্যার ইঞ্জিনিয়াররাই গুগলের সবচেয়ে বেতনপ্রাপ্ত কর্মীদের তালিকায় এগিয়ে আছে। এ তালিকায় রয়েছে প্রতিষ্ঠানের নানা সিনিয়র পদের কর্মী। এ লেখায় থাকছে গুগলের সবচেয়ে বেতনপ্রাপ্ত কয়েকটি পদ।



১. সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার
------------------------------------------

ইঞ্জিনিয়াররা যে গুগলের অত্যন্ত প্রিয় তার প্রমাণ এটি। এ পদের বেতন বার্ষিক ১ লাখ ৫২ হাজার ৯৮৫ ডলার। গুগলের সেরা সফটওয়্যার ইঞ্জিনিয়াররা সবচেয়ে বেশি বেতন পায়। প্রতিষ্ঠানে ইন্টার্ন হিসেবে জয়েন করার পর এ পদে অধিষ্ঠিত হলে তাদের বেতন প্রায় দ্বিগুণ হয়ে যায়।

২. রিসার্চ ইঞ্জিনিয়ার
-------------------------
এ পদের বেতন বার্ষিক ১ লাখ ৪০ হাজার ৩৯ ডলার। এ পদের অধিকারীদের কাজ প্রতিষ্ঠানের হার্ডওয়্যারের বিষয়গুলো নিয়ে।

৩. রিসার্চ সায়েন্টিস্ট
-------------------------
এ পদের বেতন বার্ষিক ১ লাখ ৩৫ হাজার ৭৮৫ ডলার। গুগলের নানা গবেষণার কাজ করেন এরা। গুগলের চালকবিহীন গাড়ির মতো প্রকল্পে এ গবেষকদের প্রয়োজন হয়।

৪. প্রডাক্ট ম্যানেজার
------------------------
এ পদের বেতন বার্ষিক ১ লাখ ৩৮ হাজার ৯৫১ ডলার। প্রডাক্ট ম্যানেজাররা গুগলের প্রত্যেক প্রকল্পের প্রাণ। তাই তাদের দিকে যে প্রতিষ্ঠানটির সুদৃষ্টি থাকবে, তা বলার অপেক্ষা রাখে না।

৫. সফটওয়্যার রিসার্চ ইঞ্জিনিয়ার
----------------------------------------
এ পদের বেতন বার্ষিক ১ লাখ ২৬ হাজার ৯১৬ ডলার। গুগলের সম্ভাবনাময় নতুন প্রকল্পগুলো নিয়ে কাজ করেন এরা।

৬. সাইট রিলায়বিলিটি ইঞ্জিনিয়ার
-----------------------------------------
এ পদের বেতন বার্ষিক ১ লাখ ২৪ হাজার ১৯৪ ডলার। কোনো একটি ওয়েবসাইট মাত্র কয়েক সেকেন্ডের জন্য ডাউন থাকলেই বহু অর্থ ক্ষতি হয়। আর গুগলের মতো প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা কত অংকে দাঁড়াবে আপনি ভাবতেও পারবেন না। আর এ সাইট নিরবচ্ছিন্ন রাখতে কাজ করে সাইট রিলায়বিলিটি ইঞ্জিনিয়ার।

৭. সেলস ইঞ্জিনিয়ার
-------------------------
যে পণ্যই বাজারে আসুক না কেন, সেটি বাজারজাতকরণের জন্য নানা সমস্যা সমাধানে কাজ করে সেলস ইঞ্জিনিয়াররা। এ পদের বেতন বার্ষিক ১ লাখ ১৯ হাজার ৬০৩ ডলার।

৮. সফটওয়্যার ইঞ্জিনিয়ার
--------------------------------
গুগলের কর্মিদল বলতে এ সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরই বোঝায়। তারা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজই করে থাকে। এ পদের বেতন বার্ষিক ১ লাখ ১৮ হাজার ৯৯৪ ডলার।

৯. প্রডাক্ট মার্কেটিং ম্যানেজার
-----------------------------------
কম্পানির কোন প্রডাক্ট কেমন ক্রেতার নিকট উপস্থাপন করা হবে তা ঠিক করা এ পদের অন্যতম কাজ। আর এ পদেও রয়েছে গবেষণার ঝক্কি। এ পদের বেতন বার্ষিক ১ লাখ ১৮ হাজার ২১৭ ডলার।

১০. ইউজার এক্সপেরিয়েন্স রিসার্চার
--------------------------------------------
কোনো একটি পণ্য সম্বন্ধে ক্রেতা বা ভোক্তারা কেমন ধারণা করছেন, তা বোঝাই এদের লক্ষ্য। এ পদের বেতন বার্ষিক ১ লাখ ১২ হাজার ৫৩৬ ডলার।

১১. নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার
--------------------------------
কম্পানির নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামোর সবকিছু ঠিকভাবে কাজ করছে, তা নিশ্চিত করাই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের কাজ। এ পদের বেতন বার্ষিক ১ লাখ ৭ হাজার ৫৩৪ ডলার।

১২. ইউজার ইন্টারফেস ডিজাইনার
----------------------------------------------
গুগলের সব পণ্যকে মার্কেটিংয়ের জন্য সুন্দরভাবে উপস্থাপন করার দায়িত্ব রয়েছে এদের ওপর। এ পদের বেতন বার্ষিক ১ লাখ ৫ হাজার ৪৭৪ ডলার।

১৩. বিজনেস অ্যানালিস্ট
-------------------------------
গুগলের নানা ব্যবসার বিষয়গুলো ঠিকভাবে চলছে কি না, তা নিশ্চিত করে বিজনেস অ্যানালিস্টরা। এ পদের বেতন বার্ষিক ১ লাখ ৪ হাজার ৩৮৯ ডলার।

১৪. ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট
--------------------------------------
প্রতিষ্ঠানটির আর্থিক বিষয়ের রিপোর্টিং সঠিকভাবে করা হচ্ছে কি না, তা দেখা এদের কাজ। কোনো একটি পণ্য থেকে কত অর্থ আসছে এবং এর পেছনে কত ব্যয় হচ্ছে, তাও দেখে এরা। এ পদের বেতন বার্ষিক ১ লাখ ৩ হাজার ২৪৪ ডলার।

১৫. ডেটাবেইস অ্যাডমিনিস্ট্রেটর
----------------------------------------
গুগলের বিপুল ডেটা ঠিকঠাক রাখার জন্য কাজ করে ডেটাবেইস অ্যাডমিনিস্ট্রেটর। এ পদের বেতন বার্ষিক ১ লাখ ৩২৭ ডলার।

১৬. সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার
------------------------------------------
কিছু অ্যাকাউন্ট ম্যানেজাররাও গুগলে ভালো বেতন পায়। এমনই একটি পদ সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার। এ পদের বেতন বার্ষিক ৯৩ হাজার ২৩৭ ডলার।

১৭. সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন্টার্ন
-------------------------------------------
গুগলে ইন্টার্নরাও যে ভালো অর্থ পায়, তার প্রমাণ এ পদ। এ পদের বেতন বার্ষিক ৭০ হাজার থেকে ৯০ হাজার ডলার।

১৮. অ্যাকাউন্ট ম্যানেজার
--------------------------------
গুগলের নিউ ইয়র্ক সেলস টিমের একটি বড় দায়িত্ব থাকে এদের ওপর। এ পদের বেতন বার্ষিক ৭১ হাজার ৮০ ডলার।

১৯. অ্যাডওয়ার্ডস অ্যাসোসিয়েট
----------------------------------------
সাধারণ সহকারীর তুলনায় এ পদের অধিকারীদের দায়িত্ব কিছুটা ভিন্ন। গুগলের বড় একটি পণ্য অ্যাডওয়ার্ড। এ পদের বেতন বার্ষিক ৫৬ হাজার ৪০০ ডলার।

২০. অ্যাসোসিয়েট, অনলাইন সেলস অ্যান্ড অপারেশনস
-------------------------------------------------------------------
গুগলের সেলস অ্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজাররা রয়েছেন সিঁড়ির নিচের পর্যায়ে। এ কারণে তাদের বেতনও অন্যদের তুলনায় কিছুটা কম। এ পদের বেতন বার্ষিক ৫০ হাজার ২০০ ডলার।
গুগলের বিভিন্ন পদের কর্মীদের বেতনের এ তালিকা প্রকাশ করেছে বিজনেস ইনসাইডার। তবে কর্মীদের অভিজ্ঞতাসহ অন্যান্য বিষয়ের ভিত্তিতে এসব পদের বেতন বাস্তবে কিছুটা কমবেশি হওয়া অস্বাভাবিক নয়।
Rocky

Posted in

Spread the love

প্রোগ্রামিং জগতে আপনিও হতে পারবেন অন্যতম একজন প্রোগ্রামার। শিখেনিন C++ এর A to Z, [পর্ব-39 ] :::Friend (ভিডিও)।

সি++ এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোর্সের  39
 তম পর্বে Friendকি? কিভাবে এটা আমরা ব্যবহার করতে পারি  সেটা   আলোচনা করেছি।।
  এটা ব্যবহার করার ফলে আমাদের প্রগ্রামকে যেমন সাজাতে পারবো ঠিক তেমনি প্রগ্রামকে অনেক সহজ করে দেয়।তো আজকের পর্বে দেখবো কিভাবে আমরা  আমাদের প্রোগ্রাম এ Friend এর ব্যবহার করতে পারি সেটাই আরও কিছু উদারহন সহ দেখবো। ।  সি++ এটার ব্যবহার খুব বেশি হয়ে থাকে সি++ সহ জত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সব গুলতে এটার ব্যবহার অনেক বেশি তাই ক্লাসস অনেক ভাল ভাবে বঝা সবার জন্যেই জরুরি।আমি একদম সহজ ভাবে তুলে ধরেছি  আশা করি আজকের টিউটোরিয়াল টি বুঝতে  কোন সমস্যা হবেনা।   আর একটা বিষয় মনে রাখতে হবে সি++ এ ভাল হতে হলে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা প্রোগ্রাম বারবার টেস্ট করতে হবে কি কি ভুল হচ্ছে সে গুলো ঠিক করার জন্যে। তাছাড়া পারদর্শী হওয়া খুব কঠিন হবে।
এই পর্বটি বুঝতে সমস্যা হলে previous  পর্বটি দেখে নিতে পারেন। সেই সাথে টিউমেন্ট করেও জানাতে পারেন। কোন সমস্যা হলে আমি সেটা পরবর্তী তিউতরিয়ালে আলছনা করে সমস্যা সমাধান দিয়ে দেব। আর অবসস্যই টিউমেন্ট করবেন টিউটোরিয়াল গুলো বুঝতে পারছেন কিনা সেটা ক্লিয়ার হওয়া যাবে।
ভিডিও টিউটোরিয়ালটি দেখতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন।

সাইট বানাতে বা ডেভলাপ করতে চাচ্ছেন? জেনে নিন কি রকম সাইট কেমন ভিজিটর পাবে।

আপনি সাইট বানাতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কি রকম সাইট বানাবেন?  প্রথমেই মনে রাখতে হবে ভিজিটরের উপর নির্ভর করে আপনার সাইটের ইনকাম হবে। কিন্তু সব রকম সাইট ভিজিটর সমান পায় না, কেও বেশি পায় কেও বা কম। কি রকম সাইট ভিজিটর কেমন পায় তা নিম্মে দেখানো হলঃ
Social Networking site: 10000+ কিন্তু ফেসবুকের আবিষ্কারের মাধ্যমে এখন এই ধরনের সাইট বিলুপ্তির পথে।
Question Answer site  ঃ মুষ্টিমেয় দুটি সাইট হল ইয়াহু এবং stack এর superuser/overflow এই দুই কোম্পানির সাইট। কিন্তু তাই বলে তাদের সাথে পেরে উঠবেন না তা হয় না। এখন ও এই টাইপের সাইটের ব্যপক চাহিদা রয়েছে এবং পাক্ষিক ১.৫ কোটি ভিজিটর প্রত্যাশা করা যায়।
Public Blog: পাব্লিক ব্লগ কেমন হবে তার উপর নির্ভর করে সাইটের ভিজিটর নির্ভর করে যেমন টেকনোলজি ভিত্তিক হলে মাসে ৫০ হাজার+ আবার রাজনৈতিক কিংবা সাহিত্য নির্ভর হলে ২০হাজার +
টিউটোরিয়াল ভিত্তিক হলে ভাল ভিজিটর পাবেন। তবে আপনাকে চরম ভাবে onpage seo করতে হবে। এর জন্য এটি পড়তে পারেন।
এই রকম সাইট গুগল এডসেন্স এপ্রুভ করে। এবং মাসে আপনি টেকটিউন্সের মতই খুব ভালো ইনকাম করতে পারবেন।
ডাউনলোড সাইটঃ ইন্টারনেটের প্রায় ৪০ শতাংশ ট্রাফিক সাধারনত এই সকম সাইটে দেখা যায়। কি প্রকার ডাউনলোড এর উপর ভিত্তি করে এই সকল সাইটের ট্রাফিক নির্ভর করে যেমন গানের ডাউনলোডের সাইটের ট্রাফিক মাসে ১০ লক্ষ + মুভি ডাউনলোডের ট্রাফিক মাসে ৫০ লক্ষ+ বিভিন্ন ক্র্যা(ক) সফটওয়ার বা এন্ড্র্য়েড এপ ডাউনলোড সাইটের ট্রাফিক ১ কোটি +, উল্লেখ্য এই ধরনের সাইটে গুগল তাদের এড দেখাতে খুব একটা আগ্রহী না। আপনি যদি ভালো মানের ট্রাফিক পান তাহলে আপনাকে ট্রাইব নেশনের দ্বারস্ত হতে হবে। এবং এরকম একটি সাইট আপনার থাকলে সারা জীবন জমিদারের মত খেতে পারবেন।
ফোরামঃ Q/A সাইটের মত এই সকল সাইটে যদি ইউনিক সলুশন কিংবা কন্টেন্ট থাকে তাহলেও চরম ভিজিটর পাবেন। warriror forum এর বর্তমান বাজার মূল্য ১২৮ বিলিয়ন ডলার।
টিউব বা ভিডিও সাইটঃ ইউটিউবের মত সাইটকে টিউব সাইট বলা হয়। আপনার মনে প্রশ্ন হতে পারে ইউটিউব থাকতে কেও আপয়ার ভিডিও সাইট আসবে কেন?
হ্যা। কিন্তু আপনি এমন কিছু ভিডিও রাখলেন যা সাধারনত ইউটিউব রাখে না তাহলে ভিজিটর আপনার সাইট আসতে বাদ্য। যেমন ধরিন তালেবানদের ভিডিও, মস্তক ছেদনের ভিডিও, এক্সিডেন্টের ভিডিও, গোর ভিডিও, ইত্যাদি। এই টাইপের চরম সাইট হল bestgore.com এবং prochan.com
এছাড়া ডিপ অয়েভ ভিডিও, এলিয়েন, ইউএফো ইত্যাদি ভিডিও ও রাখতে পারেন। পাশাপাশি ইউটিউবের ভিডিও ও দেখাতে পারেন।
পর্ন সাইটঃ সাধারত এই সকল সাইট ভিজিটর খেকো। আপনাকে না করতে হবে seo করতে না করতে হবে কোন টেনশন। একটি সাইট খুলুন এবং বসে বসে টাকা কামান। কিন্তু এটি খোলা সম্পূর্ন মানবেতর দিক থেকে চিন্তা করতে হবে। ইন্টারনেটের ভিজিটরের ৮৮% ই এই সকল সাইটে দেখা যায়, তার একটি বৃহৎ অংশ আসে ইন্ডিয়া, আমেরিকা সহ বিভিন্ন ল্যাটিন আমেরিকার দেশ থেকে।চীন, জাপান থেকে অল্প সংখ্যক ভিজিটর আসে, এই সকম সাইটের মাসিক ভিজিটর ৫০০ কোটি +

ব্লগ থেকে কিভাবে গুগল এডসেন্সে এপ্লাই করবেন ?

একসময় খুব সহজে পাওয়া  যেত গুগল  এডসেন্সে একটি একাউন্ট ।ওয়েবসাইট সয়ংসম্পূর্ণ করতে হবে  আপনার ওয়েবসাইট এ কমপক্ষে ৫টি মেনু থাকতে হবে এবং প্রত্যেকটি মেনুতে নুন্যতম ৭/৮টি আর্টিকেল থাকতে হবে । আর আপনি যদি ব্লগস্পট থেকে এডসেন্সে একটি একাউন্ট পেতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্লগ এর ভিতর থেকে গুগল এডসেন্সে এপ্লাই করতে হবে ।   কিভাবে করবেন তা নিচে দেখানো হলো ।   প্রথমে আপনার ব্লগ এ সাইন ইন করুন  তারপর আপনার  ব্লগ এর Go to post list আইকন এ ক্লিক করুন  ।
  কিন্তু এখন আর খুব সহজে পাওয়া যায়না,  গুগল এডসেন্সে একাউন্ট পেতে আপনাকে  আপনার 
Earning অপশন সিলেক্ট করুন
Switch  Adsense Account  এ ক্লিক করুন
Create a new Adsense Account tab এ Create account এ ক্লিক করুন
Create an adsense account এ Account type : Individual  সিলেক্ট করুন  এবং  Country or territory : Bangladesh সিলেক্ট করুন
তারপর Contact Information দিন,  এখানে Payee name এ আপনার নাম দিন, আর তা যেন অবশ্যই  Bank Account এর সাথে মিল থাকে ।  Bank Account না থাকলে আপনার রিয়াল নাম দিন, ওই নামে পরে Bank Account একাউন্ট করে নিবেন । আর আপনার ঠিকানা অবশ্যই আসল ঠিকানা দিবেন । কেননা গুগল আপনার ওই ঠিকানায় চিঠি পাঠাবে এবং আপনাকে ভেরিফাই করবে ।
সর্বশেষে আপনার মোবাইল নাম্বার দিন এবং Policies এর সকল অপশন এ টিক দিয়ে Submit  Information এ ক্লিক দিন ।
আপনি চাইলে Continue করার আগে আপনার তথ্য আরেকবার সম্পাদন করতে পারবেন । এজন্য Edit Account Information এ ক্লিক করতে হবে, আর সম্পাদন করতে না চাইলে Continue তে ক্লিক দিন  ।  দু / তিন দিনের মধ্যে একটা মেসেজ পাবেন, তারপর ১ সপ্তাহ কিংবা ১ মাস কিংবা তার কম সময়ের মধ্যে আরেকটি Confirmation Email আসবে, যাতে সকল terms and condition এ I agree দিয়ে submit করলেই কাজ শেষ । ব্যাস হয়ে গেল আপনার গুগল এডসেন্সে একাউন্ট  ।


আপনার  গুগল এডসেন্সে একাউন্ট একটিভ হয়ে গেলে আপনার account এ যখন সাইন ইন করবেন,   Google Adsense একাউন্ট এর Home Page এভাবে দেখতে পাবেন   । এখান থেকে ad নিয়ে আপনার সাইটে  দিবেন, আর আপনার site visit হলে এবং  ad এ ক্লিক পড়লেই আপনার ইনকাম হবে আর তা Google Adsense এর Home Page এ আসলে দেখতে পাবেন  । নির্ধারিত সময় পর  Google আপনাকে চেক পাঠাবে  ।