অটোক্যাড বেসিক টিউটোরিয়াল [পর্ব–০৩] :: Autocad Basic Tutorial

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
আসসালামু আলাইকুম। এটা আমার অটোক্যাড সিরিজের ৩য় টিউন।
১ম ২টি টিউন দেখতে নিচের লিংকে ক্লিক করূন।
Link : http://www.techtunes.com.bd/tuner/techtottho
সবাইকে স্বাগতম অটোক্যাডের এই বেসিক টিউটোরিয়ালে।
এই টিউটোরিয়াল শুধুমাত্র বেসিক লেভেলদের জন্য। তবে এখানে এমন কিছু টিউটোরিয়ালও পেতে পারেন যা এডভ্যান্স লেভেলদের জন্যও প্রয়োজন হতে পারে। তাই আমার ইউটিউব চ্যানেলেটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।

চেষ্টা করব ধীরে ধীরে বেসিক লেভেলদের জন্য সবগুলো টুল বা কমান্ডের টিউটোরিয়াল দেওয়ার জন্য।
এবার আসি আজকের টিউনের ব্যাপারে। আজকের টিউটোরিয়ালগুলো নিম্নরুপ :

0 comments:

Post a Comment